রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এান নিয়ে মিথ্যাচার করছে একটি মহলঃ-(ড.আবু রেজা নদভী এমপি)


প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০১৭ ১২:১৭ : পূর্বাহ্ণ 1343 Views

এম মহিউদ্দীন চৌধুরী,(দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি):-রোহিঙ্গাদের ৫০ ভাগ এানের স্হলে ৬৫ ভাগ দেওয়া হয়েছে,একান্ত সাক্ষাতকারে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন ’আমার প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে সাতকানিয়া ও লোহাগাড়ায় প্রত্যন্ত এলাকার বন্যাদূর্গত ও হতদরিদ্রদের মাঝে ব্যাপক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে,চলবে ইনশাআল্লাহ।এতে অনেকের ভাত হজম হচ্ছে না,মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ,তুরস্ক ও মালয়েশিয়ার সরকারি-বেসরকারি দাতা সংস্থা সমূহের অর্থায়নে পরিচালিত আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন বিগত দুই দশক ধরে সাতকানিয়া লোহাগাড়াবাসীর যেকোন দূর্যোগময় মুহুর্তে সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছে।অতিসম্প্রতি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ সাতকানিয়া লোহাগাড়ার হতদরিদ্র জনসাধারণের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার অন্যতম বৃহৎ দাতা সংস্থা “কেলাপুত্রা-১” এর পক্ষ থেকে প্রায় ৫৩০ টন খাদ্য দ্রব্য ও পণ্য সামগ্রী প্রেরণ করা হয়।এসব ত্রাণ সামগ্রী সাতকানিয়া লোহাগাড়ার ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৩০ হাজার পরিবারের তালিকা তৈরী করে সাতকানিয়ার ১১ ইউনিয়ন যথাক্রমে সাতকানিয়া সদর, সোনাকানিয়া,মাদার্শা,চরতি,আমিলাইশ,এওচিয়া,পশ্চিম ঢেমশা,ছদাহা,নলুয়া,ঢেমশা,কাঞ্চনা ইউনিয়নে এবং লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়ন লোহাগাড়া সদর, আমিরাবাদ,পদুয়া,চরম্বা,কলাউজান,চুনতি,বড়হাতিয়া, পুটিবিলা,আধুনগর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।সাংসদ নদভী বলেন,গত ২৪ শে এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো উপরোক্ত এান সামগ্রী চট্টগ্রাম জেলার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৫০%,কক্সবাজার জেলার দরিদ্র,দুঃস্থ ও অসহায় রোহিঙ্গা শরণার্থী এবং স্হানীয় দরিদ্র পরিবারের মাঝে ৫০% বিতরনের অনুমোদন প্রদান করে।দাতা সংস্থা এবং এনজিও বিষয়ক ব্যুরোর ৫০% এান সামগ্রী সাতকানিয়া লোহাগাড়ায় বিতরণের অনুমোদন থাকলে ও অতিসম্প্রতি বন্যায় ব্যাপকভাবে কতি গ্রস্হ আমার নিজ এলাকা সাতকানিয়া লোহাগাড়ার হত দরিদ্র ধর্ম বর্ন নির্বিশেষে জনসাধরণের মাঝে মাএ ৩৫% এান সামগ্রী বিতরণ করা হয়।অবশিষ্ট এান সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের তত্বাবধানে এবং উখিয়া,টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে দরিদ্র দুঃস্থ ও অসহায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে এবং স্হানীয় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।এই সংস্থা শুধু মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।সারা দেশ ব্যাপী এই ফাউন্ডেশনের কর্মকান্ড পরিব্যাপ্ত।ইতি মধ্যে দেশের আনাচে কানাচে প্রায় ৭ হাজার বহুমুখী ধর্মীয় ও সেবামূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।তৎমধ্যে আমার নিজ এলাকা সাতকানিয়া লোহাগাড়ায় ৫ শতাধিক মসজিদসহ প্রায় ৪ হাজার বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।আল্লামা নদভী এম পি আরো বলেন মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ তুরস্ক ও মালয়েশিয়ার সরকারী বেসরকারি দাতা সংস্থা সমুহের অর্থায়নে পরিচালিত আাল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশন বিগত দুই দশক ধরে বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়া বাসীর যে কোন দূর্যোগময় মুহুর্তে সর্বশক্তি দিয়ে পাশে দাড়িয়েছি।আগামীতেও থাকব ইনশাআল্লাহ।তিনি আরো বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারী ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের সেবামূলক কর্মকান্ড ও অব্যাহত থাকায় সাতকানিয়া-লোহাগাড়াবাসীর কল্যাণে আরো বেশী কাজ করার সুযোগ সৃষ্টি হয়।সাতকানিয়া লোহাগাড়াবাসীর কল্যানে সর্বশক্তি দিয়ে নিজেকে বরাবরই মেলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।আমার এই মহৎ উদ্যোগটি কিছু মহলের কাছে বরাবরই ঈর্ষার কারণ ছিল এবং আছে,যারা সাতকানিয়া লোহাগাড়াবাসীর কল্যানে এবং অবকাঠামোগত উন্নয়নে কার্যকর কোন অবদান রাখতে পারেন নি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!