

জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ-মোড়ক উম্মোচন হলো তরুণ লেখক জাহাঙ্গীর আলম ইমনের বহুল আলোচিত বই এশিয়া তথা বিশ্বখ্যাত বারকোড সহ CLIFFS TOFEL বাংলা ভার্সন।দীর্ঘ দুই বছরের ধারাবাহিক কঠোর পরিশ্রমের পর মহান স্বাধীনতা দিবসে বিশ্বখ্যাত ইংলিশ বেসিক গ্রামার CLIFFS TOEFL এর প্রথম পূর্ণাঙ্গ বাংলা ভার্সন ও এশিয়া মহাদেশের প্রথম বারকোড সমৃদ্ধ বই TOEFL VIEW বাংলা ভার্সন প্রকাশ করতে সফল হয়েছেন অন্যরকম বাংলাদেশ সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর ইমন । এই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করতে অনেক কাঠ খড় পুড়াতে হয়েছে,অনেক কষ্টের পরে আজকের এই সফলতা।গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার হতে বইটির আনুষ্ঠানিক শুভ যাত্রা শুরু হয়।এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যরকম বাংলাদেশের সভাপতি রাসেল মির্জা,সাধারণ সম্পাদক আবু রায়হান রিয়াদ ও সদস্যবৃন্দ এবং এই বইটির সম্পাদক,সহযোগী,শুভাকাঙ্ক্ষীগন।