মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে গ্রাম পুলিশদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল তুলে দিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
শনিবার সকালে দিনাজপুরের গোরে শহীদ বড়মাঠে পুরুষ ও মহিলা গ্রাম পুলিশের হাতে এইসব বাইসাইকেল তুলে দেয়া হয়। জেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৩০ জন গ্রাম পুলিশকে সাইকেল উপহার দেয়া হবে।
এ সময় জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, ইউনিয়নের সকল কাজে গ্রাম পুলিশেরা নিয়োজিত থাকেন। তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই তাদের কাজের গতি বাড়াতে এই উপহার দেয়া হলো।
প্রধানমন্ত্রীর বাইসাইকেল উপহার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।