সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের বিবিএস (পাস) ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং আমাদের খুব কাছের একজন বান্ধবি ইরফানা চৌধুরী দূরারোগ্য/ঘাতকব্যাধি ব্রঙ্কাইটিস এ আক্রান্ত।এই ঘাতকব্যাধি প্রতি মুর্হূতে কুরে কুরে খাচ্ছে তার জীবনীশক্তি।প্রতিদিন একটি একটি করে ঝড়ে যাচ্ছে এই তরুণ-তাজা ফুলের পাপড়ি,প্রতিদিন একটু একটু করে নিভে যাচ্ছে এই সদা হাস্যোজ্জ্বল প্রাণের প্রদীপ।ইরফানা বর্তমানে মেডিকেল সেন্টারে আই,সি,ইউ(ICU) তে চিকিৎসাধীন আছে।চিকিৎসক জানিয়ে দিয়েছেন ইরফানাকে বাঁচাতে চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যেতে হবে এবং ব্যায়স্বরুপ ১০ লক্ষ টাকার প্রয়োজন।কিন্তু তার অসহায় পরিবারের পক্ষে এই বিরাট অংকের টাকা এই মুর্হূতে জোগাড় করা অসম্ভব।তাই বলে কি শুধু অর্থের অভাবে থেমে যাবে ইরফানার হ্রদস্পন্দন?ব্রঙ্কইটিসের কাছে হেরে যাবে ইরফানা?ব্যাধির কাছে কি হেরে যাবে মানবতা?না…….আমরা জানি আপনারা অসংখ্য বন্ধু আছেন আমাদের চারপাশে,আসুন আমরা সবাই মিলে প্রতিহত করি এই ঘাতকব্যাধিকে,আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়াই।প্রতিদিন কত কাজে-অকাজে অর্থ ব্যায় করি আমরা,আসুন আজ আমাদের একটু খানি সাহায্য অকালে ঝড়ে যাওয়া থেকে বেঁচে উঠুক একজন ইরফানা,একটি প্রাণ,একটি তরুণ-তাজা প্রাণ,চাই একটু মানবতা।আমরা আছি আপনার অপেক্ষায়।সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নম্বরঃ-(পারসোনাল):-সাকিব-০১৮৩৪৬৮২৭৬২/ওয়াফি-০১৬৭৫৯২০৭১১/নকিব-০১৯২৯৯৬৯০৫৬/আজিম-০১৬৭৬৪৮৪৯৯২/সুমন-০১৮৩৭১৩৫৩৮৮