

এম মহিউদ্দীন চৌধুরী,(চট্টগ্রাম):-আজ সকাল ১০ টায় বোয়ালখালীর ৭নং চরনদ্ধীপ ইউনিয়ন পরিষদের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভাও মিলাদ মাহফিল,শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বোয়ালখালী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ইমতিয়াজ, সহকারী ইনচার্জ আবদুল আউয়াল,মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ,থানা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল কালাম মিয়াজি,মুক্তিযোদ্ধা প্রচার সম্পাদক লাল মোঃ, চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী মোঃদিদারুল আলম ও ইউপি সদস্য সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক,ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান শামসুল আলম বলেন আজ শোকাবহ ১৫ আগষ্ট,এই দিনে হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য নিষ্ঠুর ভাবে ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন ,এই শোকের দিনে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করচ্ছি ,পরে ইউনিয়ন পরিযদ মিলানায়তনে চরনদ্ধীপ ইউনিয়নের ৩৪ টি মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।