জিহানুর রহমান চৌধুরী,চট্রগ্রামঃ-"সৃষ্টির জন্য ভালোবাসা" স্লোগান কে ধারণ করে ২০১২ সালে তিন তরুণের হাত ধরে গড়ে উঠে একটি অলাভজনক,অরাজনৈতিক "কণিকা একটি রক্তদাতা সংগঠন"।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বাপ্নিক তরুণ শিক্ষার্থী দ্বারা পরিচালিত এ সংগঠনটির কাজ হলো-প্রয়োজনের সময় রক্তদাতা যোগান দেওয়া এবং রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তদানে সক্ষম দেশের এক শতাংশ মানুষ যদি স্বেচ্ছায় রক্তদান করে তবে অন্তত রক্তের অভাবে অকালে কোন প্রাণ ঝরে পড়বে না।রক্তদানে মানুষ কে সচেতন করার লক্ষ্যে বছরব্যাপী নানাবিধ সচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করে থাকে কণিকা,যার মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা,স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতা ও সদস্য সংগ্রহ প্রভৃতি।এরই ধারাবাহিকতায় আসছে ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস'১৭ উপলক্ষ্যে কণিকা আয়োজন করতে যাচ্ছে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান।নগরীর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং ইফতারের আয়োজন করা হবে।১৪ই জুন ২০১৬ হতে ১০ই জুন ২০১৭ পর্জন্ত যে সকল স্বেচ্ছায় রক্তদাতা কণিকা সংগঠনের মাধ্যমে ৩/৪ বার রক্তদান করেছেন তাদের জন্যে থাকছে সম্মানা ক্রেস্ট।বাছাইকৃত ৫ জনের জন্যে থাকছে সুপার ডোনার সম্মাননা।এছাড়াও রক্তদাতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি এবারই প্রথম আরো কিছু ব্যাক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।যার মদ্ধ্যে আছে স্বেচ্ছায় রক্তদান নিয়ে অনুসন্ধানী/সচেতনতামূলক প্রতিবেদন করার জন্য বাছাইকৃত একজন ইলেকট্রনিক ও একজন প্রিন্ট মিডিয়া কর্মী। রক্তদান নিয়ে এবং পথশিশু শিক্ষা নিয়ে কাজ করে এমন সংগঠন হতে বাছাইকৃত ২টি স্বেচ্ছাসেবী সংগঠন, বিগত বছর চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সফল একজন পুলিশ কর্মকর্তাকেও সম্মাননা প্রদান করা হবে।অনুষ্ঠানের দিন আরো থাকছে রক্তদান সম্পর্কীয় কুইজ প্রতিযোগীতার আয়োজন ও কুইজ বিজয়ী ১ম ২য় ৩য় স্থান অধিকারীর জন্যে ক্রেস্ট।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ
প্রধান অতিথি:-
প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী,
উপাচার্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিশেষ অতিথি:-
# জনাব মাহবুবুল আলম
সভাপতি,চট্টগ্রাম চেম্বার অব কমার্স
# ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল্লাহ,
ব্যবস্থাপনা পরিচালক,চট্টগ্রাম ওয়াসা
# বজলুল কবির ভূঞা
অতিরিক্ত কর কমিশনার,কর অঞ্চল-১
# রিয়াজ হায়দার চৌধুরী
সভাপতি,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
অনুষ্ঠানটি ১৪জুন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আসন সংখ্যা সীমিত তাই আগ্রহী স্বেচ্ছায় রক্তদাতাদের অবশ্যই আগে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে,*রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১১/০৬/২০১৭ রাত ১২টা।*রেজিস্ট্রেশনের লিংক:- goo.gl/sh09oa
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.