

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ-বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক,লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ কমিটির সভাপতি ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী’র সহধর্মীনি রিজিয়া রেজা চৌধুরী।
গত ২২ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ কমিটির অনুমোদন দেন।রিজিয়া রেজা চৌধুরী বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সততা,দক্ষতা ও নিষ্ঠার দায়িত্ব পালন করে আসছেন।ড.নদভী এমপি’র সহধর্মীনি রিজিয়া রেজা চৌধুরীকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।