

এরশাদ লোহাগাড়া (চট্টগ্রাম):-চট্টগ্রামের লোহাগাড়া মা-মণি হাসপাতাল ও পদুয়া বাগমুয়া খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ.কাশেম ও তার সহধর্মিণী মিসেস ফরিদা ফারিয়া গত ৩১মে পদুয়া বাগমুয়া নিজ এলাকায় প্রায় ২শত হত-দরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরন করেন।এসময় তিনি বলেন অামি যখন ছোট ছিলাম,এমনও সময় গেছে এক জোড়া নতুন কাপড় পরে ঈদের অানন্দ উপভোগ করতে পারি নাই।সেইদিন ঘরে বসে বসে শুধু কেদেঁছিলাম।তখন থেকে শুধু অাল্লাহর কাছে চাইতাম বড় হয়ে কিভাবে গরিবের মুখে হাসি ফুটাতে পারবো!কিভাবে গরিবের খেদমত করতে পারবো?অাল্লাহ অামার সেই সপ্ন পূরন করেছে, অামাকে অনেক দিয়েছে,অামি যতদিন বেচেঁ থাকবো অামার এলাকায় কোন গরিবের ছেলে মেয়েকে অামার মত কাদঁতে দেবোনা।