

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ-চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবি সমিতির উদ্যোগে আয়োজিত ১১ই জুন দুপুর আনুমানিক ২টায় সাতকানিয়া আদালত ভবন সম্প্রসারণ,নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন ও সুধী সমাবেশ সাতকানিয়া আদালত মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ,সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।সাতকানিয়া আইনজীবি সমিতির সভাপতি প্রখ্যাত আইনজীবি এডভোকেট আবদুল লতিফ চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন,সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা আক্তার জাহান,মাদার্শা ইউপির জনপ্রিয় চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী,সাতকানিয়া আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবি এডভোকেট সুনীল বড়ুয়া।সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন কচিরের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিক উদ্দিন, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক মাহফুজুন্নবী খোকন,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম,সাংবাদিক জামাল উদ্দিন,সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদত হোসেন শাহেদ,সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,মহিলা নেত্রী মিসেস জিনিয়া আক্তার ও আইনজীবি সমিতির সকল সদস্যবৃন্দ ও আইনজীবি সহকারী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্টান শেষে সাতকানিয়ার আদালত ভবন সম্প্রসারণ নির্মাণ কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্হাপন করেন সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি এবং বক্তৃতা কালে আইনজীবি সমিতির সকল সদস্যাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সাংসদ ড.নদভী এমপি।