সিএইচটি নিউজ ডেস্কঃ-৪২টি উন্নয়ন প্রকল্প নিয়ে বন্দর নগরী চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত এ এলাকার মানুষের জন্য এসব উন্নয়ন প্রকল্প। বুধবার সকালে চট্টগ্রামের বিএনএ এবং ঈসা খান প্যারেড গ্রাউন্ডে বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার আগে চট্টগ্রামবাসীকে উপহার দেবেন ৪২টি উন্নয়ন প্রকল্প।
প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যেসব প্রকল্পঃ-মুরাদপুর,২নং গেইট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার),চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন,কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কে (এন-১০৭) ৮ কি.মি. এ ৮১.৯৮ মি. দীর্ঘ পিসি গার্ডার সেতু (মিলিটারি সেতু),পটিয়া-চন্দনাইশ-বৈলতলী সড়কের (জেড-১০৩৯) ১৭তম কি.মি. এ ৩৪৮.১২ মিটার দীর্ঘ খোদারহাট সেতু, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, কোতয়ালি,চট্টগ্রাম,আইসিটি সুবিধাসহ পাঁচ তলা একাডেমিক ভবন,হাজেরা তজু ডিগ্রি কলেজ, চান্দগাঁও,চট্টগ্রাম,আইসিটি সুবিধাসহ পাঁচতলা একাডেমিক ভবন,খলিল মীর ডিগ্রি কলেজ,পটিয়া, চট্টগ্রাম,আইসিটি সুবিধাসহ চার তলা একাডেমিক ভবন,পশ্চিম বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ চার তলা একাডেমিক ভবন, হেয়াকো বনানী কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ চার তলা একাডেমিক ভবন, রাঙ্গুনিয়া মহিলা কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ চার তলা একাডেমিক ভবন, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, মিরসরাই, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ চার তলা একাডেমিক ভবন, নাজিরহাট মাইজভান্ডার সড়ক, শেখ রাসেল ভাস্কর্য ও শেখ রাসেল মঞ্চ, দক্ষিণভূর্ষি, পটিয়া, চট্টগ্রাম।
ভিত্তিপ্রস্তর স্থাপনঃ-শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলভিটেডে এক্সপ্রসে ওয়ে নির্মাণ, কর্ণফুলি নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, চট্টগ্রাম শহররে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প; কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, অনন্যা ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, কল্পলোক ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, মাইজ্জারটেক ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, রহমতগঞ্জ ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, এফআইডিসি কালুরঘাট ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, অক্সজিনে ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, কাট্টলী ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, মনছুরাবাদ ৩৩/১১ কেভি, ২২০/২৬ এমভিএ নতুন জিআইএস উপকেন্দ্র নির্মাণ, চট্টগ্রামের জরাজীর্ণ ও সংকীর্ণ কালারপোল-ওহিদিয়া সেতুর স্থলে ১৮০.৩৭৩ মিটার সেতু নির্মাণ, কেরানীহাট-সাতকানিয়া-গুনাগরী জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (জেড-১০১৯), পটিয়া-আনোয়ারা-বাঁশখালী টইটং আঞ্চলিক মহাসড়ক (আর-১৭০) প্রশস্থকরণ ও উন্নয়ন, বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ; বারৈয়ারহাট (চট্টগ্রাম জোন) হেঁয়াকো-নারায়ণহাট-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক (আর-১৫১) প্রশস্থকরণ ও উন্নয়ন; পটিয়া উপজেলার রাজঘাটা শ্রীমাই খালেরউপর ৩৫০০ মি. এ ৬৩ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ; ফটিকছড়ি উপজেলার নাজিরহাট জিসি-কাজিরহাট জিসি সড়কে ৮২০ মি –এ মন্দাকিনি খালের উপর ৫৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পটিয়া পটিআইয়ের একাডমেকি ভবন নির্মাণ, সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ওয়ার্কশপ বিল্ডিংসহ ৫ম তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ, সরকারি মহিলা কলেজ, খুলশী, চট্টগ্রাম ৫০০ শয্যাবিশিষ্টি হাসপাতাল, ১০০ শয্যার ছাত্রীনিবাস নির্মাণ; আগ্রাবাদ মহিলা কলজে, চট্টগ্রাম আইসিটি সুবিধাসহ ৫তলা একাডেমিক ভবন নির্মাণ; পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশেন মহিলা কলেজ ডবলমুরিং, চট্টগ্রাম আইসিটি সুবিধাসহ ৫তলা একাডেমিক ভবন নির্মাণ; চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন; পটিয়া পৌর মাল্টি-পারপাস কিচেন মার্কেট নির্মাণ; হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদফতর, পটিয়া, চট্টগ্রামের ভিত্তিপ্রস্তর নির্মাণ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.