

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়ানোর অপরাধে একজনকে আটক করেছে র্যাব।বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আব্দুল্লাহ আল নোমান হিমেল ওই এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে।র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।