

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রতিটি গণতন্ত্র মনা ব্যক্তি বিশ্বাস করে এ দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসুক উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন,পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা কুমিল্লা থেকেই শুরু হোক।তিনি বলেন,আগামী পাঁচ বছর এ দেশে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করছি।সেই সাথে তিনি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকতাদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গির আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ,পুলিশ সুপার শাহ আবিদন হোসেন,বিজিবি ও র্যাবের কমান্ডাররা।এ দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজারে গণ সংযোগ করেন।অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।