

জিহানুর রহমান চৌধুরী (স্টাফ রিপোর্টার) চট্রগ্রামঃ-আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন গ্রামীণ নারী সমাজের উন্নয়নে ও ক্ষমতায়নে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রামের বিশিষ্ট নারী নেত্রী,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী,এমপি নদভী পত্নী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন,দেশের বিভিন্ন স্তরে নারী সমাজের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেলেও কিছু কিছু ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে রয়েছে।বিশেষ করে গ্রামীণ মহিলারা এখনও বৈষম্যের শিকার।তিনি বলেন,গ্রামীণ নারী সমাজের আর্থ সামাজিক উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।তারই সহায়ক শক্তি হিসেবে দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন গ্রামীণ নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে।তিনি ৪ জানুয়ারী ২০১৮ইং বৃহস্পতিবার সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা পদুয়া ইউনিয়নে ফরিয়াদিরকুল এলাকায় গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান পিপিএম বার।লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন,পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ, লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা জেসমিন আক্তার,ডা.জয়নাল আবেদিন, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোহাম্মদ রাজিব,মোহাম্মাদ আইয়ুব আলী,সুদর্শন বডুয়া, জয় সেন ইন্দ্রিয় ভিক্ষুক,লোহাগাড়া নারী উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক কহিনুর আক্তার,সাতকানিয়া মহিলা উন্নয়ন পরিষদের সভাপতি নার্গিস আক্তার মুন্নি, ইউপি সদস্যা সুলেকা বডুয়া,হামিদা আক্তার প্রমুখ।