

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নেত্রকোনায় অবসরপ্রাপ্ত প্রয়াত এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী,তিন ছেলে ও ছেলের বউসহ সাতজনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার সকালে পৌর শহরের চকপাড়া এলাকার মরহুম ওহাব দারোগার বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।আটক ব্যক্তিরা হলেন ওহাব দারোগার স্ত্রী রেহেনা বেগম (৫০),ছেলে মেজবাহ উদ্দিন রিগান (৩০),আবদুল কাইয়ুম লিংকন (৩২) ও মাহফুজুর রহমান পংকজ (২৮),রিগানের স্ত্রী ফেরদৌসী আক্তার শরিফা (২৬) এবং ওই এলাকার মো.সেলিম মিয়া (৪০) ও সামিউল ইসলাম রনি।আটকের সময় তাঁদের কাছ থেকে ১১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান,নেত্রকোনা শহরের অন্যতম মাদক ব্যবসায়ী হচ্ছেন ওহাব দারোগার ছেলে মেজবাহ উদ্দিন রিগান।ওহাবের বাড়িটি মাদকের আস্তানাও।রিগানকে আটকের পর শহরের অন্যান্য মাদক ব্যবসায়ীদের আটক সম্ভব হবে।অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান,রিগানের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ অন্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।রিগানসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে হাজির করা হবে।