চট্রগ্রাম নিউজ ডেস্কঃ-চট্টগ্রামের সাবেক সিটি মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী,আওয়ামীলীগ সভানেত্রী মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর,চট্রলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী আর নেই।শুক্রবার প্রথম প্রহর রাত ৩টায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মহিউদ্দিন চৌধুরীর জেষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধূরী নওফেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চট্টগ্রামে ফেরার দুদিনের মাথায় শারীরিক অবস্থার আবারো অবনতি হলে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাকে নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।ম্যাক্স হাসপাতালের আউসিইউ এর সামনে নেতা-কর্মী ও স্বজনদের ভিড়।নিজ বাসায় মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গত ১১ নভেম্বর রাতে একই হাসপাতালে নেওয়া হয়।সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।তারপর বিদেশ থেকে চিকিৎসা নেওয়ার পর দেশে আসলে একই সমস্যা দেখা দিলে পুনরায় ম্যাক্স হাসপাতালে ভর্তি করান তার পরিবার।স্পষ্টভাষী মহিউদ্দিন চৌধুরী ছিলেন গরীব দুখী মেহনতী শ্রমজীবী মানুষের সবচেয়ে ভালো বন্ধু।রাজনৈতিকভাবে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ছিলো বলিষ্ঠ অবদান।এক এগারো তে তাকে দীর্ঘদিন কারাভোগও করতে হয়েছিলো।এদিকে চট্রলবীর সাবেক চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর তিনবারের সফল মেয়র আলহাজ্ব এ.বি.এম.মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু তে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিএইচটি টাইমস ডটকম পরিবার।তাৎক্ষণিক এক শোকবার্তায় সিএইচটি টাইমস ডটকম পরিবারের পক্ষ থেকে নিউজ পোর্টাল সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) মরহুমের বিদেহী আত্বার শান্তি কামনা করে বলেন চট্টগ্রাম এর জন্য আজ একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।মহিউদ্দিন চৌধুরীর বিচক্ষণ নেতৃত্বে চট্টগ্রাম যে সমৃদ্ধি অর্জন করেছে তা যুগ যুগ ধরে চট্রগ্রামবাসী মনে রাখবে।চট্টগ্রাম এর গতিশীল উন্নয়ন তরান্বিত করতে তাঁর যে ভুমিকা ছিলো তা এককথায় স্বরনীয়।তাঁর মৃত্যুতে যে শুন্যতার সৃৃষ্টি হলো তা পুষিয়ে উঠতে দীর্ঘদিন সময় লাগবে।এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাযা আজ শুক্রবার (১৫ নভেম্বর) বাদ আসর লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবার কথা নিশ্চিত করেছেন মহিউদ্দিন পুত্র মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.