পবিত্র ঈদুল ফিতরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত হতদরিদ্র ও অতিদরিদ্রদের ভিজিএফের নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৫৭ হাজার ১১৪ পরিবারের জন্য ২৪ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩০০ টাকা বরাদ্দ দিয়েছেন সরকার। প্রতিকার্ডধারী পাচ্ছে ৪৫০ টাকা।
৯ মে সকালে উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৬ হাজার ৭৯৮ পরিবার ও বাহাদুরাবাদ ইউনিয়নের ৯ হাজার ২০৭ পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ, ট্যাগ কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সচিব আনছার আলী, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, ট্যাগ কর্মকর্তা অলি মাহমুদ,ইউপি সচিব সুর্জিত কুমার সাহা, ইউপি সদস্য আবুল কালাম, তারামিয়া, হাবিবুর রহমান ও আলতাব হোসেন।