জে.জাহেদ (চট্টগ্রাম):-কর্ণফুলী উপজেলাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "দুরন্ত দুর্বার ক্লাব এর আয়োজনে কাপ্তাই নৌবিহার বনভোজন ও নদী ভ্রমন সম্পন্ন হয়েছে।গত ১৬ই মার্চ শুক্রবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই নৌ-বিহারে ছিলো তাদের জঁমজমাট নানা আয়োজন।কুয়াশা চাঁদরে ঘেরা সকাল সাড়ে ৮ঃ৩০ টায় চরপাথরঘাটা ব্রীজঘাট হতে ২০০জন সদস্যকে নিয়ে কাপ্তাই নৌবিহারের উদ্দেশ্যে কেয়ারী তরঙ্গ যোগে যাত্রা শুরু করে "দুরন্ত দুর্বার" ক্লাবের আমন্ত্রিত অতিথিবৃন্দ।যাত্রার শুরুতেই বিলাসবহুল জাহাজে সংগঠনের সভাপতি এম, মুছা সিকদার এর সভাপতিত্বে ও রমজান আলী রমুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ডায়মন্ড সিমেন্ট লিঃ এর পরিচালক আলহাজ্ব লায়ন হাকিম আলী।এছাড়াও আনন্দ যাত্রার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাস্টার হাফেজ আহমেদ, উপদেষ্টা এম,এম এরশাদ,ক্যাপ্টেন মনির আহমেদ,এম এ মারুফ,মির্জা বাহার,বোরহান উদ্দিন ফারুকী,শামশুল আলম,সফর আলী,এম মঈন উদ্দিন চেয়ারম্যান,রাজা কামাল,মির্জা জাহাঙ্গীর, জালাল আহমদ,মোঃনাছির,মির্জা ইসমাইল,দিল আহমেদ শাহীন,শেখ আহমেদ মেম্বার,বনভোজন কমিটির সমন্বয়ক আবদুল মালেক রানা প্রমুখ।সংগঠনের ২০০ জনের আপ্যায়নে সকাল ৯:৩০ মিনিটে কর্ণফুলী নদী হতে সমুদ্রের নোনাজলের পথ মাড়িয়ে সাগর আর পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম গন্তব্যে (কাপ্তাই নৌবিহারে) এ যাত্রা শুরু করেছিল।যাত্রা পথে সংগঠনের সদস্যদের ব্যবস্থাপনায় সকালের খাবার পরিবেশন করা।খাবার পরিবেশন শেষে আবার যাত্রা শুরু করে জাহাজ।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ মুখর পরিবেশে বেলা ১২:৫০ মিনিটে গন্তব্যে স্থানে পৌঁছে ভাসমান জাহাজ।এরপর দুপুরের খাবার শেষে সবাই অবলোকন করতে থাকেন প্যানেরোমা ঝুঁম রেস্তোরা ও পার্শ্ববর্তী কাপ্তাই এর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য।দল বেঁধে নদীতে স্নান ,সাঁতার খেলা,নদীতে ছোট ছোট নৌকা নিয়ে ঘুরাঘুরিসহ নানা ধরনের খেলা চলতে থাকে সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুরন্ত দুর্বার ক্লাবের নানা আয়োজনে বনভোজনের আগত পরিবার গুলোর ছেলে মেয়েরা আনন্দ- আড্ডা ও নদী,খাল,পাহাড় অবলোকন করা দৃশ্য নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় মেতে উঠেন।নদীর দু,পারের শীতল বাতাসে কেয়ারী তরঙ্গতে শুরু হয় মহিলাদের বালিশ খেলা,মনোমুগ্ধকর এ খেলা উপস্থিত সবাই মনভরে উপভোগ করে। খেলা শেষে সকল ধরনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে দুরন্ত দুর্বার ক্লাব।এছাড়া আকর্ষণীয় র্যাফেল ড্র তে পুরষ্কার জিতে নেন যথাক্রমে এরশাদ আহমদ, নাসরিন সুলতানা ও রওশন আকতার। বালিশ খেলায় যথাক্রমে শামীম আকতার, মিস সুমাইয়া ও মনজুরা খাতুন।চিত্রাংকন প্রতিযোগিতায় যথাক্রমে নুর মোস্তাফিজ হৃদয়, ইফতেখার আবিদ, উর্মি ও জুনায়েদ।দিন শেষে সন্ধ্যা ৭টা বাজে সবাই হাসি মুখে আবার কর্ণফুলীর গন্তব্য স্থান ব্রীজঘাটে পৌঁছে।পথে ৩০মিনিটের যাত্রা বিরতিতে ক্লাবের পক্ষ থেকে হালকা আপ্যায়ন,সর্বশেষ সভাপতি ও প্রধান উপদেষ্ঠার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ভ্রমনের সফল সমাপ্তি ঘোষনা করা হয়।সত্যিই ফ্লুবেয়ার বলেছিলেন,ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে।সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র।মজার এই সমুদ্র ভ্রমণে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য সহ অতিথিগণ সেটাই শিখেছে ভ্রমণ হতে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.