চট্রগ্রাম নিউজ ডেস্কঃ-চট্টগ্রাম-কক্সবাজারে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে দীর্ঘদিন পর এক মঞ্চে বসেছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।গতকাল শুক্রবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান,মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর।সভায় শেষ পর্যায়ে যোগ দেন ডা.শাহাদাত হোসেন।চট্টগ্রামের এসব নেতাদের মধ্যে মত বিরোধ থাকলেও মূলত বেগম জিয়ার সফর সুচি সফল করতে কেন্দ্রের নির্দেশে এক সঙ্গে কর্মী সমাবেশ করেছেন বলে দলীয় সুত্রে জানাগেছে।এদিকে অাব্দুল্লাহ আল নোমানের পক্ষে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়-অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন,বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বত:স্ফুর্তভাবে স্বাগত জানাবে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও চট্টগ্রামের জনগণ।তিনি বলেন,চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং চট্টগ্রামে শহীদ জিয়া শাহাদাত বরণ করেছিলেন।সেই সূত্রে চট্টগ্রামের মানুষের সাথে জিয়া পরিবার এবং বিএনপির সাথে রয়েছে নিবিড় সম্পর্ক। চট্টগ্রামের মাটি হচ্ছে খালেদা জিয়ার দূর্ভেদ্য ঘাঁটি। খালেদা জিয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা খুবই উচ্ছাসিত এবং অধীর আগ্রহে নেত্রীর জন্য অপেক্ষা করছে।তিনি গতকাল শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্য্যালয় চত্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম ও কক্সবাজার সফর উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।নোমান বলেন,রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে সরকার যখন সিদ্ধান্তহীনতায় ছিলেন, তখন সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানবিক কারনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানিয়েছিলেন এবং রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন।তিনি বলেন,রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে এবং ভারত ও চীনের ভূমিকা রোহিঙ্গাদের পক্ষে দৃশ্যমানও জোরদার হতে হবে। বাংলাদেশের সাথে মায়নমারের দ্বি-পক্ষিয় আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না।জাতিসংঘের মধ্যস্থতায় ত্রি-পক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দূঃখ দূর্দশা সরেজমিনে দেখার জন্য টেকনাফ যাচ্ছেন।বৃহত্তর চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে সুশঙ্খলভাবে স্বাগত জানাবে।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,সরকার রোহিঙ্গাদের নিয়ে অপরাজনীতি করছে।খালেদা জিয়ার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা শুরু থেকে ত্রানসামগ্রী নিয়ে রোহিঙ্গাদে পাশে দাড়িয়েছে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন,নেত্রীর আগমনের অপেক্ষায় বৃহত্তর চট্টগ্রামের বিএনপি নেতকাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে।খালেদা জিয়ার এই সফরের মাধ্যমে উজ্জীবিত হবে বিএনপি নেতাকর্মীরা।মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান,সহ-সভাপতি এম.এ.সবুর,এডভোকেট আবদুস সাত্তার প্রমূখ।এছাড়া সমাবেশে মহানগর বিএনপি,উত্তর জেলা বিএনপি ও মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.