

টেকনাফ ক্যাম্প-২২ এ বিএনকেএস এর আয়োজন আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১০ মার্চ) বিএনকেএস এর উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিস মুমু রাখাইন এর সার্বিক তত্বাবধানে দিবস ঘিরে আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ এবং সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।নারীদের জন্য বিনিয়োগ করুন,অগ্রগতি ত্বরান্বিত করুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।এসময় কন্যা সনন্তানদের কে শিক্ষার আলোতে আলোকিত করার জন্য সেন্টারের সকল অভিভাবকদের এবং কমিউনিটি সদস্যদের কে উৎসাহিত করার আহবান জানান প্রকল্প সমন্বয়কারী মিজ মুমু রাখাইন।এসময় তিনি নারীদের এগিয়ে নিতে শিক্ষার কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন।একমাত্র শিক্ষাই পারে নারীকে উন্নতির দিকে এগিয়ে নিতে সুতরাং নারীর অগ্রযাত্রায় শিক্ষাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করবো।বিএনকেএস সুত্রে জানা যায়,রোহিঙ্গা শরণার্থী শিশুদের প্রারম্ভিক শৈশব বিকাশের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল এফেয়ারর্স কানাডা (গাক) এবং ডিপার্টমেন্ট অব ফরেন এফেয়ারর্স এন্ড ট্রেড (ডিএফএটি) অর্থায়নে উন্নয়ন সহযোগী ব্র্যাক এর সহযোগিতায় “সাপোর্ট টু এফডিএমএন ইন কক্সবাজার ইন এ্যডুকেশন এন্ড ওয়াশ সেক্টর” Phase-4 প্রকল্পটি পরিচালনা করা হচ্ছে।
প্রকল্পটি কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলা ক্যাম্প-২২ এর রোহিঙ্গা শরণার্থী শিশুদের উন্নয়নে লক্ষ্যে মায়ানমার কারিকুলাম “প্রারম্ভিক শিশুর বিকাশ কেন্দ্র (ইসিডি)” শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দাপ্তরিক ক্যাম্প ২২ এর ক্যাম্প ইনচার্জ ও শরর্ণাথী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সকল অনুমোদন প্রাপ্ত।