মোঃএরশাদ অালম, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ-চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোহাগাড়া উপজেলা অাওয়ামীলীগের অায়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী এবং ১৫অাগস্ট জাতীয় শোক দিবসের অালোচনা সভা অনুষ্টিত হয়েছে।২৪শে অাগস্ট বিকেল ৩টায় উপজেলার বটতলি মটর ষ্টেশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও অালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ অালম চৌধুরী।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃসালাউদ্দিন হিরু এর সঞ্চালনায়,শোকসভা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অামিনুল ইসলাম অামিন,প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি ও চট্রগ্রাম জেলা পিপি, এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী,দক্ষিণ জেলার উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল অাবছার চৌধুরী।
দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চেমন অারা তৈয়ব,সাংগঠনিক সম্পাদিকা ববিতা বড়ুয়া,
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ. মোতালেব সি.আই.পি,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃশাহাজান,উপজেলা অাওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক অাবুল কালাম অাজাদ,
উপজেলা আওয়ামীলীগেরমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
আব্দুল হামিদ বেঙ্গল,দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মামুনর রশিদ,জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদুওয়ানুল হক সুজন,সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা অাওয়ামীলীগের নেতৃবৃন্দরা।প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন ১৯৭৫ সালের ১৫ই অাগস্ট এক ইতিহাসের কালোদিন, সেইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল তারা এখনও দেশে এবং দেশের বাহিরে রয়েছে,খুব দ্রুত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে,২১শে অাগস্ট জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্যে যারা গ্রেনেড হামলা করেছিল সেই গ্রেনেড হামলাকারীদের বিচারও বাংলাদেশের মাটিতে হবে।তিনি অারও বলেন আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের অামলে হয়েছে কিনা তা অাপনারাই বলেন,জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।তিনি নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন অাগামীতে সবাইকে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় নির্বাচিত করতে হবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.