

সিএইচটি নিউজ ডেস্কঃ-চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ডেবারপাড় এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আজ ২১ মে (সোমবার) দিবাগত রাত ২ টার দিকে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।পরে ঘটনাস্থল থেকে ১০,০০০ (দশ হাজার) ইয়াবা,০১ টি ওয়ানশুটার গান, বিপুল পরিমাণ গাজা ও এক জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র্যাব সদস্যরা।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় লোকজন নিশ্চিত করে নিহত ব্যক্তি হলো শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুর আলী (৪৫)। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১০ টিরও অধিক মাদক মামলা রয়েছে।চট্টগ্রাম র্যাব ৭ এর চান্দগাঁও সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশেক উল্লাহ গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।