

চট্রগ্রাম নিউজ ডেস্কঃ-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর জুলফিকার আজিজ।গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যাস্ত করে।অন্যদিকে বর্তমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যাস্ত করা হয়েছে।এদিকে নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (ইঞ্জিনিয়ারিং) হিসেবে নিয়োগের জন্য তার চাকরি নৌবাহিনীরতে বদলি করা হয়েছে।