সেলিম উদ্দিন, (স্টাফ রিপোর্টার):-চট্টগ্রামের লোহাগড়া উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর বেদীতে পুস্পস্তবক এবং কেক কাটার মাধ্যমে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস পালন করলো এলইডিপি স্টাডি গ্রুপ, চট্টগ্রাম শাখা।পরে এ উপলক্ষ্যে ‘‘মুজিব থেকে বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও জনাব মোহাম্মদ ফিজনূর রহমান।বিশেষ অতিথি ছিলেন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গনিত বিভাগের প্রভাষক,জনাব মোঃ ইলিয়াস এবং ডিজিএফআই প্রতিনিধি জনাব মিনহাজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজন।লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের প্রজেক্টের চট্টগ্রামের প্রশিক্ষনার্থীদের নিয়ে আয়োজিত এ আলোচনা সভাতে প্রধান অতিথি বলেন,প্রত্যেক তরুণকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে এবং তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব এ তরুণদেরই। তিনি বলেন বঙ্গবন্ধুকে জানতে হলে ৭১ এর আগের বঙ্গবন্ধুর জীবনীকে ভালভাবে জানতে হবে।জনাব মোঃ ইলিয়াস বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের ৬২০৮টা শব্দকে বিশ্লেষণ করেন।জনাব মিনহাজ চৌধুরী,এদেশের উন্নতির জন্য সবাইকে সবার প্রথমে বঙ্গবন্ধুর মত করেই দেশকে ভালবাসার প্রতি আহবান জানান।সভাপতি তার বক্তব্যে বলেন,প্রত্যেক তরুণকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।মেয়েদেরকে রাজনৈতিক সচেতন হতে আহবান করেন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এলইডিপি স্টাডি গ্রুপের তাহসিন বলেন,লানিং এন্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে যারা ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছে,তারা যদি প্রত্যেকে কমপক্ষে ৫জনকে ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষিত করে,তাহলে দেশে আর বেকার থাকবেনা।দক্ষ তরুণ গড়ে তোলার এ কার্যক্রমকে অব্যাহত রাখার জন্যই রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের পক্ষ হতে এলইডিপি স্টাডি গ্রুপের প্রতিষ্ঠা হয়েছে।লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের প্রশিক্ষনার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডিজাইন করা সবচাইতে সুন্দর ডিজাইনের জন্য আয়াতুল ইসলামকে প্রধান অতিথির পক্ষ হতে একটি ও সভাপতি রেদওয়ানুল হক সুজনের পক্ষ হতে বিলকিছ ফাতেমাকে একটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনি বইটি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.