চট্টগ্রামে আটক ১২ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০১৯ ৬:৩৯ : অপরাহ্ণ 611 Views

বৃহস্পতিবার চট্টগ্রামের সুবর্ণা আবাসিক এলাকায় একটি বাসায় গোপন বৈঠক চলাকালে পুলিশের হাতে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জন আটক হন। এ ঘটনায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে তাদের বিরুদ্ধে বিশেষ আইন ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা করে পুলিশ। পরে শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন-জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ, সদস্য মাহমুদুল আলম, মো. ওসমান, কর্মী আহমদ খালেক প্রকাশ খালেদ আনোয়ার, মো. তৌহিদুল আনোয়ার সোহেল, সদস্য আমির হোসেন, সদস্য ফারুক আজম, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন ও জাকের হোসেন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের কাছ থেকে সাতটি ককটেল, একটি রাম দা, একটি কিরিচ, একটি চাপাতি, ১৮টি চকলেট বোমা, চারটি লোহার রড ও গোপন নথিপত্র উদ্ধার করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!