সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চট্টগ্রামের ১৩টি উপজেলার জনপ্রতিনিধিরা ইয়াবার ব্যবসা,পাচার এবং এই ব্যবসার পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরে আলম মিনা।আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এ তথ্য জানান।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা.আজিজুল ইসলাম ভূইয়া,চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ,বিভিন্ন উপজেলার চেয়ারম্যান বক্তব্য রাখেন।সড়কপথ,সমুদ্র ও স্থলপথ দিয়ে নিয়মিত ইয়াবা পাচার হচ্ছে জানিয়ে পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন,এ নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদন সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে।জেলার ১৩টি উপজেলার মধ্যে রাঙ্গুনিয়া,লোহাগাড়া,আনোয়ারা, বাঁশখালী,পটিয়া ও সাতকানিয়া তালিকার শীর্ষে রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.