দেশেই সব ধরনের টিকা তৈরি করতে চায় সরকার। সেলক্ষ্যে গোপালগঞ্জে হচ্ছে উন্নতমানের গবেষণাগার ও টিকা তৈরির কারখানা। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ জানালাে, করোনা টিকা বোতলজাত করা হবে এক বছরের মধ্যে এবং তিন বছরের মধ্যে প্রস্তুত হবে টিকার প্ল্যান্ট।
এখানে বিদেশ থেকে টিকা এনে বোতলজাত করা হবে এক বছরের মধ্যে। আর পাশেই হচ্ছে স্থায়ী টিকা উৎপাদন কারখানা। অধিগ্রহণ করা হয়েছে ২৪ বিঘা জমি। লক্ষ্য, তিন বছরের মধ্যেইে করোনা টিকা তৈরি করা।
এরই মধ্যে গঠন করা হয়েছে দুই বিশেষজ্ঞ কমিটি। টিকা তৈরিতে ইডিসিএলের সঙ্গে কাজ শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীরা।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এহসানুল কবির বলেন, বিভিন্ন রোগ প্রতিরোধে দেশে এখন নয়টি টিকা দেয়া হয়। ইডিসিএল বলছে, সরকারিভাবেই এখন তৈরি হবে সব ধরনের টিকা। কাজ করবেন দেশি বিদেশি বিজ্ঞানীরা।
টিকা কারখানা করতে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ।