জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার,চট্রগ্রামঃ-চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সামষ্টিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই।বর্তমান সরকার সেই বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকে বেঁচে নিয়েছে এবং তদানুযায়ী কার্যকর পদক্ষেপও গ্রহণ করেছে।তিনি বলেন,সরকার জনগণকে শতভাগ শিক্ষার আওতায় আনার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং এ উদ্যোগের মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।তিনি আরও বলেন, কেবল অর্থনৈতিক উন্নয়ন হলে টেকসই উন্নয়ন হবেনা যদি সঙ্গে শিক্ষাসহ অন্যান্য মানবসম্পদের উন্নয়ন না ঘটানো হয়। জননেত্রী শেখ হাসিনা সরকার সেই অভীষ্ট লক্ষ্যে কাজ করে চলেছে অবিরাম।তিনি গত ৮ এপ্রিল ২০১৮ইং সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সাফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয় ও পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট শিল্পপতি আবুল বশর আবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন,দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর,আরটিভি’র চট্টগ্রাম ব্যুরো চীফ সরোয়ার আমিন বাবু,প্রবীন সাংবাদিক ছৈয়দ মাহফুজ উন নবী খোকন,পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ,নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সহ-সভাপতি আ.জ.ম সেলিম, সাধারণ সম্পাদক অমল দাস মানিক,উপজেলা যুবলীগের সহ-সভাপতি এটিএম সাইফুল, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগে সভাপতি মোহাম্মদ নুর হোসেন,অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, প্রধান শিক্ষক প্রমোথুস বসু,আবৃ বক্কর মেহেদী, স্থানীয় সাংসদ সহকারী সচিব এস এম সাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
অধ্যাপক শাব্বির আহমদ
প্রেস সচিব, মাননীয় সাংসদ