একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় বিএনপির অন্ত:কোন্দল ও ভোটকেন্দ্র দখল করতে গিয়ে দু’জন বিএনপি কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট) বাচ্চু মিয়া নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।জানা যায়, নাঙ্গলকোট উপজেলার বরতলী ইউনিয়নের মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাকে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চুকে রাস্তায় হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। দলের অন্ত:কোন্দলের কারণেই তাকে খুন করা হয়েছে বলে জানায় স্থানীয় এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ভোটকেন্দ্র দখল করতে গিয়ে মজিবুর রহমান (৩৫) নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।সকাল সাড়ে ১০টার দিকে বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে যান মজিবুর রহমান। পরিস্থিতি সামাল দিতে পুলিশও স্ট্রাইকিং ফোর্স নিয়ে সেখানে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাকা গুলি ছুড়লে মজিবুর নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন রাহাত ও ফারুক নামে আরও দুজন।