কি অপরাধ ছিল এই অবুঝ শিশুটির?


প্রকাশের সময় :২৭ মে, ২০১৭ ২:০৮ : অপরাহ্ণ 512 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- কি অপরাধ ছিল এই অবুঝ শিশুটির?পৃথিবীর আলো দেখার আগে তার চোখ কেন অন্ধ করে দেওয়া হলো?সাউন্ড হেলথ হাসপাতাল আর কত আপনার
আমার শিশুকে মৃত্যুর পথযাত্রী করবে?শিশুটির চোখের প্রদীপ নিভে গেছে জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে, জীবন প্রদীপ রক্ষা করার জন্য সে চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে NICU বিভাগে লাইপ সাপোর্টে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।সবাই দোয়া করবেন।তার বেচে থাকার সম্ভবনা ৫০/৫০।বিঃদ্রঃ-লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আবারো অদক্ষ নার্সের ভুলে মৃত্যু পথযাত্রী ১ দিন বয়সী এক শিশু। জানা যায়,গতকাল ২৩/০৫/২০১৭ইং তারিখে বড়হাতিয়ার রমজান আলী সিকদার পাড়ার শাহ আলমের স্ত্রী খুরশিদাকে ডেলিভারি রোগি হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়।সন্ধ্যায় একটা ফুটফুটে বাচ্চা ভূমিষ্ট হয়।ডাক্তার বাচ্চার মাকে এনটিটি দেওয়ার জন্য পরামর্শ দেন।কিন্তু হাসপাতাল নার্স ভূলবশত বাচ্চাকে এনটিটি দিয়ে দেয়।ফলে বাচ্চার সমস্ত শরীর হলুদবর্ণ ধারণ করে।অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সবাই দোয়া করবেন আল্লাহ্ যেন শিশুটি কে বাচিয়ে রাখে।সচেতন মহলের প্রশ্ন এভাবে আর কত মানুষ অপচিকিৎসার শিকারহলে কর্তৃপক্ষের টনক নড়বে?

প্রচারেঃ-
মোঃ মিজানুর রহমান মিজান
যুগ্ন আহ্বায়ক;
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক,
লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!