শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

‘করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২০ ৮:১৮ : অপরাহ্ণ 502 Views

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও টেলিফোনে সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে জনগণের কোনো কষ্ট না হয়। কেউ যাতে অভুক্ত না থাকে সে দিকে খোঁজখবর রাখার জন্য নির্দেশনা দেন। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১১ এপ্রিল) দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে শহরের ২১০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য চাল, ডাল, তেল সাবানসহ খাদ্যসামগ্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ইমাম ওলামা কল্যাণ সমিতির সভাপতি মকবুল হোসেন ও সাধারন সম্পাদক রফিকুল্লাহ মাজাহিরীর হাতে তুলে দেন। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডাক্তার, চিকিৎসাসেবা কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের জন্য ইতোমধ্যেই বীমা পলিসি এবং পুরস্কার ঘোষণা করেছেন। ইনশাল্লাহ আমরা করোনাভাইরাস থেকে মুক্ত হব।
হুইপ বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই। শুধু আপনারা ঘরে থাকুন। আপনাদের সমস্যা হলে প্রয়োজনে আমরা আপনাদের ঘরে খাদ্য পৌঁছে দেব। তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হয়ে সরকারে পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও গরিব মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!