

এম মহিউদ্দীন চৌধুরী,চট্টগ্রাম:-বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আজ বিকাল তিন টায় হোটেল আগ্রাবাদে ফুলেল শুভেচ্ছা জানান বোয়াল খালী ৭নং চরনদ্ধীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সামশুল আলম,এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর,মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, উত্তর জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাশেদুল আলম,উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুল আলম প্রমুখ।ফুলেল শুভেচ্ছা কালে সংকিপ্ত বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন দেশের উন্নয়ন অভিযাত্রাকে অব্যাহত রাখতে আগামীর নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, ‘আপনারা গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন বলেই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে তাই আজকে এতসব উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা সম্ভব হচ্ছে।