

চট্টগ্রাম অফিসঃ-অাবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ও মাসিক সন্দ্বীপ সংবাদ পত্রিকার সম্পাদক,সন্দ্বীপ আনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠালীন সভাপতি ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুকতাদের আজাদ খান ২০০৩ সালের ১ জুলাই আবুল কাসেম হায়দার মহিলা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে বহুবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।তিনি ২০০৩ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দৈনিক আজাদী, দৈনিক আমার দেশ,দি গার্ডিয়ান ও এনটিভির সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন।যুগের তাগিদে তাঁর উদ্যোগ ও নেতৃত্বে ২০০৩ সালের ৩১ জানুয়ারি সন্দ্বীপ লেখক ফোরাম,২০১৫ সালের ৪ ডিসেম্বর সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব ও ২০১৬ সালের ২০ আগষ্ট চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়।তিনি ২০১৬ সালের ২৬ মার্চ প্রত্যক্ষ ভোটে বেসরকারি শিক্ষকদের জাতীয় সংগঠন ‘নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশন’ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।তিনি একই সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক।তিনি সন্দ্বীপ উপজেলায় ২০১৩ সালে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি কর্মসূচি (৫ম শ্রেনি),২০১৪ সালে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাঙ্কন প্রতিযোগিতা (৪র্থ শ্রেনি) ও ২০১৫ সালে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেনি)’র সূচনা করেন।তাঁর নেতৃত্বেই সন্দ্বীপে প্রিন্ট ও অনলাইন সাংবাদিকতায় এক নবজাগরণ হয়।যার কারনে সন্দ্বীপে আজ এক ঝাঁক তরুন লেখালেখিতে সক্রিয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এনপিপি’র (ন্যাশনাল পিপলস পার্টি,সরকারি নিবন্ধন নম্বর-২২;দলীয় প্রতীক আম) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতোকোত্তর ডিগ্রিধারী মুকতাদের আজাদ খান ১৯৭৭ সলের ১৫ মে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডস্হ অলী আহম্মদ হাজীর বাড়িতে জন্মগ্রহন করেন।তাঁর পিতা-মাতা-স্ত্রী যথাক্রমে হাজী আবদুল বাতেন সওদাগর,হাজী সখিনা বেগম ও আলো আজাদ।চট্টগ্রাম কলেজ থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতোকোত্তর আলো আজাদ পেশায় শিক্ষক এবং শখের বসে লেখালেখিও করেন।ব্যাক্তিগত জীবনে তাঁরা আবদুল্লাহ আজাদ খান নামক এক পুত্র সন্তানের জনক।