

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-অপহরণের ১৪ দিন পর টেকনাফের অপহৃত শিশু সাকিবুল হাসানকে (৭) কক্সবাজার শহর থেকে উদ্ধার করেছে র্যাব।সোমবার (৬ মার্চ) গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।এসময় দুই অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় র্যাব।শিশু সাকিবুল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আমির হোসেনের ছেলে।আটক দুজন হলেন টেকনাফের বাহারছড়া দক্ষিণ বড়ডেইল এলাকার মৃত মো.কাশেমের ছেলে মো.আমীন (২২) ও কলাতলী ঝরঝরি পাড়ার আক্তার হোসেনের ছেলে মো.আলা উদ্দীন (৩০)।মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টায় র্যাবের কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার লে.কমান্ডার আশেকুর রহমান বিষয়টি জানান।অপহৃত শিশুর মা আয়েশা বেগম বাংলানিউজকে জানান,গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় শিশু সাকিবুল হাসান। এরপর তিনদিন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে শিশু সাকিবুল হাসানকে অপহরণ করা হয়েছে বলে জানায় অপহরণকারীরা।তাকে ফিরে পেতে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা।এরপর বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করেন তিনি।শেষ পর্যায়ে র্যাবের কাছে অভিযোগ করেন শিশুটির মা।এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ফের ফোন করে ৭০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।আটক অপহরণকারীদের একজন নিজ এলাকার বাসিন্দা হলেও তাকে চেনেন না বলে আয়েশা বেগম জানান।র্যাবের কোম্পানি কমান্ডার আশেকুর রহমান জানান,গত ২৭ ফেব্রুয়ারি অপহৃত শিশু সাকিবুল হাসানের মা আয়েশা বেগমের (২৮) লিখিত অভিযোগ পেয়ে র্যাব শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এরপর অপহরণকারীদের শনাক্ত ও তাদের অবস্থান জানার চেষ্টা করা হয়।একপর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ফাঁদ পাতা হয়।এর অংশ হিসেবে অপহরণকারীদের দাবি মতো মুক্তিপণের টাকা নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শিশুর মাকে কলাতলী পাঠানো হয়।র্যাব সদস্যরা তাকে অনুসরণ করতে থাকে।শেষে রাত দেড়টার দিকে দুই অপহরণকারী মুক্তিপণ নিতে আসলে সাদা পোশাকে ওৎপেতে থাকা র্যাবের সদস্যরা তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে কলাতলীর ঝরঝরি পাড়ার আস্তানা থেকে শিশু সাকিবকে উদ্ধার করা হয়।তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমান হচ্ছে আটক অপহরণকারীরা কোন চক্রের সদস্য। তাদের আরও সদস্য থাকতে পারে।এ ব্যাপারে অনুসন্ধান চলছে।আটক দুই অপহরণকারীকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।’