

চট্রগ্রাম অফিসঃ-চট্রগ্রাম জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সাধারন সম্পাদক-সৈয়দ ইরফানুল আলম বলেন,অনলাইন গনমাধ্যম এখন কেবল চাহিদা নয় বরং জীবনের অংশ।তিনি উল্লেখ করেন-গত ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ আমাদের চেম্বারের কমিটি ঘোষিত হয়।আমরা সভা থেকে বের হওয়ার পূর্বেই অনেকগুলো পোর্টালে নিউজ প্রকাশিত হওয়ায় বন্ধু বান্ধবসহ ব্যবসায়ীদের ফোন পাওয়া শুরু করি।সেটা এক অন্যরকম অনুভুতি। এটাই অনলাইন গনমাধ্যম।তিনি প্রসঙ্গক্রমে বলেন, কোটা সংস্কার আন্দোলন বিস্তৃতির পেছনে বড় ভূমিকা রেখেছে অনলাইন গনমাধ্যম।আজ ১৫ এপ্রিল রবিবার দুপুরে তাঁর কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরিউক্ত তিনি কথাগুলো বলেন।মতবিনিময়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ-অর্থ সম্পাদক রুপন দত্ত,আজীবন সদস্য সাংবাদিক মো:ফিরোজ,উপ-প্রচার সম্পাদক রাজিব চক্রবর্তী,ক্রাইম ডায়রি বিডি ডটকমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ হোসাইন মিন্টু প্রমুখ।