২০৭১ সালের মধ্যে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হবে বাংলাদেশ


  1. নিজস্ব সংবাদদাতা
প্রকাশের সময় :১১ মার্চ, ২০২২ ১:৫৭ : অপরাহ্ণ 312 Views

বক্তৃতা করছেন প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান
দেশে বড় মাত্রার ভূমিকম্প মোকাবিলায় সরকার কাজ করছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘জাপান সরকার এবং জাইকার কারিগরি ও আর্থিক সহায়তায় ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে।’ বুধবার (৯ মার্চ) রাজধানীর মতিঝিলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় আয়োজিত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়ার উপায় এখনো বের হয়নি। জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি থাকলে বড় ধরনের ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড মোকাবিলা করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজওয়ান রহমান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!