দেশে করোনার টিকা নেয়ার ব্যাপারে অনেকেই দ্বিধান্বিত ছিল কিন্তু এখন সবাই আগ্রহসহকারে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘৪০ বছরের উর্ধে সবাই টিকা পাবে’।
ভারতের পর এখন আরো কয়েকটি দেশ বাংলাদেশকে করোনার টিকাদিতে আগ্রহী বলেও জানান তিনি। এসময় করোনা চিকিৎসায় তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে চিকিৎসা ক্ষেত্রে উন্নত গবেষণা ঘাটতির কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার আরো উন্নয়নে চার বিভাগে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। পরবর্তী সব বিভাগে একটি করে বিশ্বিবিদ্যালয় করা হবে। বক্তব্যে শেষে নারায়নগঞ্জে কুমুদীনি ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।