সেনাবাহিনী প্রধানের কক্সবাজার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :১০ মে, ২০২২ ১:৪২ : পূর্বাহ্ণ 362 Views

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি,ওএসপি,এনডিইউ,পিএসসি, পিএইচডি গত শনিবার (০৭ মে) কক্সবাজারস্থ খুরুশকুল উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরেজমিনে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি,পিএসসি, প্রিন্সিপাল স্টাফ অফিসার,সশস্ত্র বাহিনী বিভাগ;লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম,এসবিপি,ওএসপি,এসইউপি,এডব্লিউসি, পিএসসি,কোয়ার্টার মাষ্টার জেনারেল;মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন,এএফডব্লিউসি,পিএসসি,চিফ কনসালট্যান্ট জেনারেল,এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট;মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান,এসজিপি,এসইউপি,এনডিসি, পিএসসি,অ্যাডজুটেন্ট জেনারেল সহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মেজর জেনারেল মোঃফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি, জিওসি ১০ পদাতিক ডিভিশন উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন,খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প।জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।প্রকল্পটি ২৪ নভেম্বর ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি ৫ তলা ভবন নির্মাণ অন্যতম।এছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়,ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র,খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।আগামী জুন ২০২৩ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যায়। সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্ধারিত সময়ে মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

পরবর্তীতে তিনি ইনানী এবং মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়িতে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন,কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময়ে সম্মানিত সেনাবাহিনীপ্রধান,দেশের ভৌত অবকাঠামোগত নির্মাণে নিয়োজিত সকল স্তরের সেনা সদস্যদের কার্যকরী ভূমিকা রাখায়,তাদেরকে ধন্যবাদ জানান এবং ভুয়সী প্রশংসা করেন। “সমরে আমরা শান্তিতে আমরা” এ মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

– ISPR

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!