রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণসহ দেশের ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তিনি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। নৌবাহিনীর প্রশিক্ষণ, দেশ গঠন ও পার্বত্য এলাকায় মানবিক সহায়তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল বানৌজা শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। আইএসপিআর জানায়, রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বানৌজা শহীদ মোয়াজ্জেমকে এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়কের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন। তিনি করোনা মহামারী সত্ত্বেও বানৌজা শহীদ মোয়াজ্জেমের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং নৌবহরকে নিরবচ্ছিন্নভাবে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক্স সহায়তা প্রদানের জন্য বানৌজা শহীদ মোয়াজ্জেমের সর্বস্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে নৌ সদর দফতরের পিএসও, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌ কমান্ডো এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।