বান্দরবান ও কক্সবাজার সফর করছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৩ ২:০২ : পূর্বাহ্ণ 234 Views
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিনদিনের সফরে বান্দরবার ও কক্সবাজার আসছেন।আজ ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি কক্সবাজার ও বান্দরবান জেলা সফর করবেন।এই সফরে  তাঁর পরিবারের সদস্যসহ ৩০ জন সফর সঙ্গী থাকবেন।
রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। সফরসূচিতে বলা হয়েছে- রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন আজ (২৯ জুলাই) সকাল ১১টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানের নীলগিরির উদ্দেশ্যে রওনা দেবেন।তিনি বেলা ১২টা ৩৫ মিনিটে নীলগিরিতে পৌঁছে আকাশনীলা রিসোটে বিশ্রাম ও বিকেল ৪টায় প্রাকৃতিক সৌন্দর্য এবং সুর্যাস্ত অবলোকন করবেন।একইদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং রাত ৮টা ১৫ মিনিটে সেখানে ফানুস উড়াবেন।
সফরসূচির দ্বিতীয় দিন রোববার (৩০ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি নীলগিরিতে বৃক্ষরোপণ শেষে ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি কক্সবাজারে এসে পৌঁছাবেন সকাল ১১টায়। এরপর কক্সবাজার বিমানন্দর থেকে হিলটপ সাকিট হাউসে গমন করবেন। সেখানে তাঁকে গাড অব অনার প্রদান করা হবে। এরপর ১১টার দিকে সাগরপাড়ে অবস্থিত তারকমানের হোটেল জলতরঙ্গ রিসোর্টে অবস্থান করবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!