অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি।কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত,আমাদের সিদ্ধান্ত নয়।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী,কখন আমাদের সরকার বিদায় নেবে।এটার জবাব আপনাদের হাতে,কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই।আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই।আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত,আমাদের সিদ্ধান্ত নয়।দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।আমরা ছাত্রদের আহ্বানে এসেছি।তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা।দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে।আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়—আমরা কখন যাব।তারা যখন বলবে আমরা চলে যাব।
ড. ইউনূস বলেন,আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব।কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।ড. ইউনূস আরও বলেন,একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি।আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে,শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে।গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে।সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন।আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান।আমরা আপনাদের বিপক্ষ দল নই।আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।
তিনি বলেন,আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না।সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।
ছাত্রদের আহ্বানে সরকারে এসেছেন দাবি করে তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি।তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা।দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.