কর্মস্থলে যোগ দিলেন নবগঠিত নির্বাচন কমিশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৬:৩২ : অপরাহ্ণ 261 Views

কর্মস্থলে যোগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ নবগঠিত কমিশনের অন্যান্য কমিশনারগণ। গতকালই শপথ নিয়েছে নবগঠিত এই কমিশন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটার আগেই নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর একে একে আসেন বাকি চার কমিশনারও। এসময় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকতারা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নতুন এই কমিশনে নির্বাচন কমিশনার হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য চূড়ান্ত দশজনের নাম জমা দিয়েছে। নামপ্রস্তাব পেয়ে রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেছেন। ওই দিন বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। নতুন কমিশন আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!