সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ ২০১৭-১ এর প্রশিক্ষণ সমাপনী ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত


প্রকাশের সময় :৭ জুলাই, ২০১৭ ১২:৪২ : পূর্বাহ্ণ 1052 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ ২০১৭-১ এর ৯৬৯ জনকে প্রশিক্ষণ শেষে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রশিক্ষণ সমাপনী ও শপথ বাক্য পাঠ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টায় খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে অবস্থিত এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে (ADHOC Formation Recruit Training Centre) কুচকাওয়াজের আয়োজন করা হয়।কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।এসময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি:জেনারেল মীর মুশফিকুর রহমান,ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে:কর্ণেল তাজুল ইসলাম,জেলা প্রশাসক মো:রাশেদুল ইসলামসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জিওসি বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব আপনারা নিয়েছেন তা পালনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের সহায়ক হবে।প্রতিটি মুর্হুতে নিজের আত্মবিশ্বাসকে সমন্নুত রাখার আহ্বান জানান তিনি।ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি।প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে:কর্ণেল তাজুল ইসলাম।
উল্লেখ্য,২০১৭-১ রিক্রুট ব্যাচ এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার থেকে দ্বিতীয় ব্যাচ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!