সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালানো এখন সময়ের দাবি


প্রকাশের সময় :১০ মে, ২০১৭ ১২:১৪ : পূর্বাহ্ণ 517 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গতকাল মঙ্গলবার সকালে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি পার্বত্য জনগণের কল্যানে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ২০১৬ এর প্রথা,রীতি,পদ্ধতি বাতিল,রাজাকার ত্রিদিব রায়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও তার নামে সকল স্থাপনার নাম পরিবর্তন,জনসংহতি সমিতি ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা,সেনাবাহিনীর বিরুদ্ধে সকল দেশি ও বিদেশি ষড়যন্ত্র বন্ধ,পার্বত্য কোটা চালু এবং ছাদেকুল হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত মাধ্যমে বিচার দাবিতে মানববন্ধন আয়োজন করে।পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ,খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক সাঈদ মোর্শেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম খান মহাসচিব,পার্বত্য গণ পরিষদ।প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলম খান বলেন,পার্বত্য চট্রগ্রামের বসতি স্থাপন,ভূমিক্রয়,বন্দোবস্তি বন্ধ থাকায় সাংবিধানিক স্বীকৃত নাগরিক অধিকার ক্ষুন্ন হয়েছে।এর ফলে দেশের নাগরিক পার্বত্য অঞ্চলে বিদেশি হিসাবে পরিগণিত হয়েছে।তিনি আরো বলেন,পার্বত্য চট্রগ্রামকে পযটন শিল্প এলাকা ঘোষণা করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সকল উন্নয়ন কর্ম কান্ড এবং পার্বত্য চট্রগ্রামের যে কোন স্থানে পযটকদের অবাধ বিচরণে নিরাপত্তা নিশ্চিত করতে। এছাড়া সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে তিন পার্বত্য জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালানো এখন সময়ের দাবি।মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পিবিসিওপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যান সহআরো অনেকে। এসময় বক্তারা পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন অসংগতি ও সন্ত্রাসীদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!