সিএইচটি টাইমস নিউ ডেস্কঃ-খাগড়াছড়িতে গত রোববার (৭ জানুয়ারী) দ্বিতীয় দিনের অবরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিতা) কর্মীরা।বেলা পৌনে দুইটার দিকে খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গতকাল দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে প্রথম দিনের অবরোধ শেষ করে দলটি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী গাড়িসহ দুটি পাজেরো ও দুটি পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফিরছিল।গাড়ি বহর খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছলে পুনর্বাসন যাত্রী ছাউনির পাশের পাহাড় থেকে অবরোধ সমর্থক ৫/৭জন যুবক তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও গুলতি মারে।এতে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী পাজেরো গাড়ির ডান পাশের গ্লাস ভেঙে যায়।এসময় অপর পাজেরোটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।তবে এসময় গাড়িতে থাকা কেউ আহত হয়নি বলে সূত্রটি জানিয়েছে।এসময় বিজিবি ও স্থানীয়দের উপস্থিতি দেখে অবরোধ সমর্থক ইউপিডিএফ কর্মীরা পালিয়ে যায়।প্রসঙ্গত,গত ৩ জানুয়ারি খাগড়াছড়ি শহরের সুইচগেইট এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিতা) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয়।হত্যাকারীদের গ্রেপ্তার ও পিকেটারদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হয়।পুলিশ পিকেটার ধাওয়া,বিভিন্ন স্থানে টমটম ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে।ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে আসছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান জানান,এখনো থানায় মামলা করেনি।উল্লেখ,প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর গেল বছরের ১৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.