সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি মহিলা আওয়ামীলীগের নেত্রী বাসন্তী চাকমার পদত্যাগসহ ৪দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য অধিকার ফোরাম।
গতকাল শুক্রবার (৭ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে মহাজন পাড়া মূল সড়ক অবরোধ করে “বাসন্তী তুই রাজাকার এইমূহুর্তে পাহাড় ছাড়, সাম্প্রদায়িক বাসন্তীর পাহাড়ে ঠাই নাই এই স্লোগানের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে পার্বত্য অধিকার ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা ও সহেেযাগী অঙ্গ সংগঠন।
পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিন,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাসুম,মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য সচিব আনিসুজ্জামান ডালিম,কেন্দ্রীয় সমন্বয়ক সাহাবুদ্দীন,কেন্দ্রীয় সমন্বয়ক সাদ্দাম হোসেন,জেলা আহবায়ক এস এম হেলাল,খাগড়াছড়ি জেলা শাখার যুুগ্ন আহবায়ক মোক্তাদির হোসেন,কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল হোসেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা যুগ্ন সম্পাদক ইব্রাহিম খলিল,দীঘিনালা উপজেলা শাখার সভাপতি আলামিন হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য অধিকার ফোরাম জেলা আহবায়ক সদস্য মনসুর আলম হীরা,দিঘীনালা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি গোলাপ হোসেন,বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার প্রচার সম্পাদক সোহেল রানা,দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ,মাটিরাঙা উপজেলা শাখার সদস্য সৌরভ হোসেন,সদর ইউনিয়ন কমিটির সভাপতি সালাম,মনির ,মছা ও বাবুল অন্যান্য শাখার গুরুপ্তপূর্ন নেতাকর্মীগন।বিক্ষোভ সমাবেশ থেকে চার দফা দাবী জানানো হয়,দাবিগুলো হচ্ছে বাসন্তী চাকমা কে ০৭/০৬/১৯ ইং দুপুর ১ টার মধ্যে পাহাড় ত্যাগ করতে হবে,বাসন্তী চাকমার উগ্র সাম্প্রদায়িক, মিথ্যা বক্তব্যের জন্য আনুষ্ঠানিক ভাবে সংসদে দাড়িয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার করা,অসাম্প্রদায়িক আওয়ামীলীগের সদস্য হয়েও উগ্র সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করায় তাকে মহিলা আওয়ামীলীগ হতে বহিস্কার এবং একজন অসাম্প্রদায়িক নারী কে সংরক্ষিত মহিলা আসনে সংসদ হিসেবে মনোয়ন দিতে হবে।
এসব দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ০৯/০৬/১৯ ইং রোববার খাগড়াছড়ি তে সকাল সন্ধ্যা অবরোধ পালন করা হবে।
প্রসঙ্গত গত ২৬ শে ফ্রেরুয়ারী’১৯ ইং মহান জাতীয় সংসদের ১ম অধিবেশনে বাসন্তী চাকমা এমপি তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাস কারী ৫১% শতাংশ বাঙালি জনগোষ্ঠি ও পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশ প্রেমিক সেনাবাহিনীর নামে অপবাদ মূলক কথিত অসত্য,বানোয়াট বক্তব্য প্রদান করেছেন।কথিত ঐ ঘটনা টি কে মহান মুক্তিযুদ্ধের বর্বরতার সাথে তুলনা করে ধর্মকে অবমান করে তার প্রদানকৃত বক্তব্যের সম্পূর্ন অংশ ই ছিলো উগ্র সাম্প্রদায়িক ও একপেশে। সে তার বক্তব্যের শুরুতেই পাহাড়ের বসবাস কারী বাঙালিদের সেটেলার ও বহিরাগত আখ্যা দিয়ে বলেছেন যে ১৯৯৬ সালে নাকি বাঙালি ও সেনাবাহিনী ‘আল্লাহু আকবর’ বলে তার চোখের সামনে অনেক উপজাতি কে জবাই করেছেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.