দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মেধাবী ও বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।সোমবার (২৫ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গনে এই পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রধান অতিথির বক্তব্যকালে মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ যা স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম শর্ত।
তোমরা সেই স্মার্ট বাংলাদেশ গঠনের মুল হাতিয়ার।তোমরা নিজেদেরকে স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য গঠনমুলক ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে যথার্থ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে এই দেশকে সেই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনের কান্ডারী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. জসীম উদ্দিন পিপিএম,খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিকুল আলম,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,মাদ্রাসার প্রধান শিক্ষক,ইমাম,ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ ও মাদ্রাসা কমিটির সদস্যগণ।