

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: দবিরুল ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন-২০০১ বাস্তবায়নে অগ্রগতি,পার্বত্য জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, শিক্ষার্থী, শিক্ষকের সৃষ্ট পদ,কর্মরত শূন্য পদ,প্রতি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত,প্রাথমিক শিক্ষা হতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার এবং এর হ্রাসকল্পে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ, খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট চাষাবাদ যোগ্য ভূমির পরিমাণ,জুম চাষ যোগ্য ভূমির পরিমাণ ও জুম চাষ ছাড়াও মৌসুমি খাদ্য সংকট নিরসনকল্পে ভূট্টা জাতীয় খাদ্য শস্য চাষাবাদ নিয়ে আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,এবিএম ফজলে করিম এমপি,সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।