

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বৃহস্পতিবার দুপুর ১২টায় দিঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে উদ্ধারকৃত মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ,খাগড়াছড়ি জেলা শাখা।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক এস মাসুম রানা বলেন,নিহতের পরিবার ও স্থানীয় জনগণের ভাষ্য মতে তাকে দুইজন উপজাতি যাত্রী ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।মহালছড়ির সাদিকুলকে যে ভাবে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে লংগদু উপজেলার নুরুল ইসলাম নয়ন কেও হত্য করা হয়েছে।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মো.মাঈন উদ্দীন বলেন,এ অঞ্চলকে বারবার অশান্ত করার অপচেষ্টায় উপজাতি সন্ত্রাসীদের একটি গ্রুপ কয়েকদিন পর পর পার্বত্য নিরিহ বাঙালিদের হত্যা, গুম,অপহরণ করেই যাচ্ছে কিন্তু এগুলোর সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার না হওয়ায় আজ আবার এক নিরিহ মোটর সাইকেল চালককে অকালে জীবন দিতে হলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে এর সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের খুজেঁ বের করে আইনের আওতায় আনতে হবে।অন্যথায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।