খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় চাঁদা আদায়কালে এক উপজাতীয় চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই,চাঁদার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়,আটককৃত ব্যক্তি মহালছড়ি জোনের আওতাধীন গুরগুজ্জ্যাছড়ি পাড়ার বাসিন্দা বিনতারঞ্জন চাকমার ছেলে এলোন চাকমা (২২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নিজেকে ইউপিডিএফ-এর সাথে জড়িত বলে স্বীকার করেছে।
সূত্র আরও জানায়,বুধবার বিকাল ৪ টার দিকে এলোন চাকমা একটি গরু বোঝায় ট্রাক থেকে চাদাবাজি করছিল।গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা এলোন চাকমাকে আটক করে।তার দেহ তল্লাশী করে নগদ ৭০০টাকা,চাঁদা আদায়ের তিনটি রশিদ বই,চাঁদার তালিকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হুমায়ুন কবীর বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.