

সঠিক তথ্য প্রকাশ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান বলেছেন,সাংবাদিকরাই সমাজ বদলের একমাত্র হাতিয়ার।তারা পার্বত্য এলাকার অপার সম্ভাবনার সঠিক চিত্র জাতির সামনে মাধ্যমে তুলে দরতে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গুইমারা রিজিয়িনের আওতাধীন পাচঁ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিঁনি এসব কথা বলেন।
গুইমারা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় রিজিয়ন জিটু আই মেজর মঈনুল আলম,জিটু আই (শিক্ষা ) মেজর পারভেজ, মাটিরাঙ্গা,মানিকছড়ি,রামগড়,লক্ষীছড়ি ও গুইমারায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের চাঁদাবাজি সহ পার্বত্য এলাকার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা করেন রিজিয়ন কমান্ডার।